আমাদের নিকলী ডেস্ক ।।
সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা এবং সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার সব গ্রেডের অক্ষম, অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরের জন্য শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা দিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ডাক, তার ও দূরালাপনী, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীর সন্তানরা এর আওতায় আসবে না।
আবেদনকারীকে প্রয়োজনীয় শর্ত ও নিয়মাবলী অনুসরণ করে eservice.bkkb.gov.bd এর মাধ্যমে যথাযথভাবে অনলাইনে আবেদন করতে হবে।
১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে ১৭ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে দাখিলকৃত আবেদনগুলো বিবেচনার জন্য গৃহীত হবে।
আবেদন করার শর্ত ও নিয়মাবলী বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে (www.bkkb.gov.bd) পাওয়া যাবে।