কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন “আশ্রয়”-এর উদ্যোগে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে আচমিতা ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ৮০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মাস্টার, শফিকুর রহমান বাদল, আজিজুল ইসলাম মামুন, রাজীব সরকার পলাশ, শফিকুল ইসলাম।
এলাকার অসহায় হতদরিদ্র এবং দুস্থদের মাঝে আরও ২৫০টি কম্বল পর্যায়ক্রমে বিতরণের প্রক্রিয়া অব্যাহত আছে।