সংবাদদাতা ।।
বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আফজাল হোসেন নিকলী উপজেলার দুস্থ অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন। ১৫ই জুলাই বুধবার সংসদ সদস্য আফজাল হোসেনের পাঠানো ঈদবস্ত্র নিকলী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌছায়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম-এর তত্ত্বাবধানে উপজেলার প্রতিটি ওয়ার্ডের দুস্থ, অসহায়দের কাছে নেতাকর্মীদের মাধ্যমে পৌছিয়ে দেওয়া হয়। এর মধ্যে পুরুষের জন্য লুঙ্গী ও নারীদের জন্য শাড়ী কাপড় দেওয়া হয়।