নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়নের মোহরকোনা গ্রামের শেষ প্রান্তে নিকলী-দামপাড়া সংযোগ সেতুর ভাঙ্গা রেলিংয়ের পাশ দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সেতুর নিচে পরে যায়। এতে চালক আহত হয়েছেন বলে জানা যায়।
উল্লেখ্য, নিকলী-দামপাড়া-সিংপুর-কারপাশা এই চারটি ইউনিয়নের লোকজনের সড়কপথে যোগাযোগের একমাত্র সংযোগ সেতু এটিই। সেতুটি দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী অবস্থায় আছে। সেতুটি সমতল থেকে অনেকখানি উঁচু ও সরু হওয়ায় উদ্বোধনের পর থেকেই গাড়ি চলাচলে বিঘ্ন ঘটত।
একটি গাড়ি পারাপারের সময় অন্য পাড়ের গাড়ি দাঁড়িয়ে অপেক্ষা করতে হত এবং এর জন্য এলাকার বয়োবৃদ্ধ একজন স্বেচ্ছাসেবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিগন্যালিংয়ের কাজ করতেন। কিছুদিন আগে একপাশ দেবে যাওয়ায় গাড়ি পারাপারে ব্যাঘাত সৃষ্টি হতো। কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে, সেতুটির রেলিংও ভেঙ্গে গেছে।
সেতুর একটি পাশ দেবে যাওয়ার পর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হলে সেতুটি পুনঃনির্মাণ করার কথা থাকলেও কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে। আর জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছেন এই চারটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ও গাড়ি।
সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত সেতুটিকে ব্যবহার অযোগ্য ঘোষণা করে বন্ধ করে দেয়ার জন্য ও সড়কপথে যোগাযোগের জন্য আরেকটি সেতু নির্মাণের জন্য সরকারের প্রতি এলাকার অনেকেই দাবি জানান। অন্যথায় আরো বড় ধরনের প্রাণহানির আশংকা রয়েছে।