নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকাস্থ নিকলী সমিতির নির্বাহী কমিটির সর্বশেষ সভা ২৬ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর তোপখানা রোডস্থ হোটেল বৈশাখীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রাজধানীর তোপখানা রোডের হোটেল বৈশাখীর দোতলায় গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ঢাকাস্থ নিকলী সমিতির নির্বাহী কমিটির সভা। এতে সভাপতিত্ব করেন সহ-সভাপতি শওকতুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।
সভায় উপস্থিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দের অংশগ্রহণে বিষয়ভিত্তিক আলোচনা প্রাণবন্ত হয়ে ওঠে। একে একে সবাই তাদের নিজস্ব পরিকল্পনা ও চাওয়া-পাওয়ার বর্ণণা তুলে ধরেন। আলোচকদের বিষয় ও যুগোপযোগিতা বিবেচনায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভায়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভা। তেলাওয়াত করেন সমিতির আইন বিষয়ক সম্পাদক রেহানে মুস্তাফা। এ সময় নিকলীর কৃতি ব্যক্তিত্ব ও সাবেক সিনিয়র শিক্ষক জনাব আবদুল করিম, ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহাসহ এলাকার সকলের রোগমুক্তি এবং মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ :
১. আগামী সভার আগেই সমিতির নামে ব্যাংক একাউন্ট খোলা।
২. সদস্য চাঁদা ও অন্যান্য আর্থিক লেনদেনের জন্য রিসিপ্ট বই, প্যাড ও সিট তৈরি করা।
৩. সংগঠনের সদস্যদের পরিচিতি সংবলিত ডাইরেক্টরি তৈরি।
৪. সাংগঠনিক সম্পাদকের ইস্তফাপত্র গৃহীত না হওয়ায় তাকে চিঠি দিয়ে অবহিত করা।
৫. চাঁদা ও অন্যান্য লেনদেন সহজীকরণের লক্ষ্যে সমিতির নামে একটি মোবাইল সেট ও একটি বিকাশ নাম্বার চালুকরণ।
৬. নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঢাকাস্থ নিকলী সমিতির উদ্যোগে আয়োজন।
৭. কমিটির সদস্যদের প্রত্যেককে সর্বনিম্ন ৫০ টাকা হারে মাসিক চাঁদা ধার্য করা; যা জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হবে।
৮. সাধারণ সদস্যদের মাসিক ২০ টাকা হারে চাঁদা ধার্য করা; যা জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হবে।
৯. প্রতি মাসে কমপক্ষে একটি নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
১০. নির্বাহী কমিটির আগামী সভায় সমিতির গঠনতন্ত্র চূড়ান্ত করে উপস্থাপন করা হবে।
১১. সম্প্রতি ইন্তেকাল করা নিকলীর ৬ জন ব্যক্তির নাম উল্লেখ করে শোক জানানো হয়; তারা হলেন- সৈয়দা জাহানারা খাতুন, কারার আমানুল্লাহ (সুনামউদ্দিন), কারার বুরহান উদ্দিন (নিকলী সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান), আবদুল মান্নান (ওস্তাদ লালচান), আবদুস সাত্তার ও আশরাফ উদ্দিন (সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপি)।
১২. সমিতির পরবর্তী সভা ১৬ ফেব্রুয়ারি, বিকাল ৫টা; এই সভায় নির্বাহী কমিটির সদস্যগণ ও দাওয়াতী নিকলীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।