খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
আজ (শনিবার, ২৭ জানুয়ারি) বিকাল ৩টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নবায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নিকলী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহের আলীর সঞ্চালনায় সদস্য নবায়ন ও কর্মিসভায় প্রধান অতিথি কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের এমপি আলহাজ্ব আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইসহাক ভূইয়া, সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, অতিথি উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, দলটির অংগ ও সহযোগী সংগঠনসহ ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড আওয়ামীগের নেতা-কর্মী বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় উপজেলাটিতে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ফিরিস্তি তুলে ধরে নজিরবিহীন বলে উল্লেখ করেন। এ সময় তিনি ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের ঘর হতে না বেরুবার নির্দেশ দেন। কোনোরূপ গোলযোগের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান।
সভা শেষে প্রবীণ রাজনীতিক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিনকে দিয়ে দলীয় সদস্যপদ নবায়ন প্রক্রিয়ার উদ্বোধন করেন।