নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী উপজেলায় প্রথম ফার্মেসির (বামা সুন্দরী ফার্মেসি) প্রতিষ্ঠাতা পল্লী চিকিৎসক ডা. সুধীর চন্দ্র সাহা (সুধীর ডাক্তার) গতকাল রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন।
তিনি দীর্ঘদিন যাবত শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন। রোববার সন্ধ্যায় নিকলী সদরের সাহাপাড়াস্থ (বড়হাটি) নিজ বাড়িতে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ডা. সুধীর সাহার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি হিন্দু-মুসলিম সকলের কাছেই সমভাবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম পরিবার শোক ও বিদেহি আত্মার শান্তি কামনা করেছে। সেই সাথে নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।