নিকলীতে ঈদুল ফিতর উদযাপিত

সংবাদদাতা ||
কিশোরগন্জের হাওর বেশিষ্ট উপজেলা নিকলীতে ১৮ই জুলাই যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য মর্যাদায় উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর| বর্ষাকাল ও বৃষ্টি কিছুটা হলেও ঈদগাহ মাঠের জন্য বিড়ম্বনা সৃষ্টি করেছে| সার্বিক পরিস্থিতি এমন যে, শুক্রবার শাওয়ালের চাঁদ দেখার খবর পাওয়ার পর যখন সবাই ঈদগাহে গিয়ে নামাজ আদায়ের মানসিক প্রস্তুতি ছিল ঠিক তখনি বাধা সৃষ্টি করল মধ্য রাতের বৃষ্টি| এ বছর বর্ষা আর বৃষ্টিতে ঈদগাহ ভিজে যাওয়ায় উপজেলার বেশিরভাগ এলাকায় মসজিদেই ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা| উপজেলার যে কয়েকটি উল্লেখযোগ্য ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হলো, নিকলী ঐতিহাসিক ঈদগাহ মাঠে সকাল সাড়ে নয়টায়, নামাজ পড়ান মাওঃ আবুল কালাম| উপজেলা সদরের ষাইটধার ঈদগাহ মাঠে মাওঃ সাইফুল্লা ও কুর্শা ঈদগাহ মাঠে মাওঃ দেওয়ান আলী সকাল নয়টায় নামাজ পড়ান| এ ছাড়া মির্জাপুর মাদ্রাসায় শাহ মোঃ আবদুশ শাকুর পীর সাহেব, উত্তর দামপাড়া ঈদগাহ মাঠে মাওঃ ওসমান গণি, আছানপুর ঈদগাহ মাঠে মাওঃ সাঈদুর রহমান ও দক্ষিণ দামপাড়া ঈদগাহ মাঠে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়|

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!