সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে রিট

আমাদের নিকলী ডেস্ক ।।

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও দুইজন সাংবাদিকের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া বলেন, আগামী সপ্তাহে এই রিটের শুনানি হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান মীর, কুমিল্লা সাংবাদিক সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো: দিদারুল আলম ও দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র সাব-এডিটর আব্দুল ওদুদ রিটটি করেন।

সূত্র : সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে রিট  [চ্যানেল আই, ৩১ জানুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!