সংবাদদাতা ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফ্রেন্ডন্স ক্লাব কর্তৃক আয়োজিত ক্যারম ও কার্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্যারম প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। দ্বৈত ক্যারমে চ্যাম্পিয়ন হন মীর মোকাম্মেল আহছান ও মোবারক হোসেন জুটি। রানারআপ হন কারার রাকিব ও মোহাম্মদ আলী জুটি।
কার্ডে ১৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হন মোহাম্মদ করিম, রানারআপ দেলোয়ার হোসেন ও তৃতীয় হন উৎপল দাস। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি কারার দিদারুল মনির তোফায়েল, সেক্রেটারি শফিকুল হক ভুট্টু ও কোষাধ্যক্ষ টিটন বর্মন খোকন।