বিশেষ প্রতিনিধি ।।
চলতি বছরের এএসসি পরীক্ষার প্রথম দিনে নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। অনুপস্থিতদের মধ্যে ২জন মেয়ে ও ১জন ছেলে।
জানা যায়, সারা দেশের মতো নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র (বিষয় কোড-১০১) পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নিকলী উপজেলার ৯টি ও পার্শ্ববর্তী কটিয়াদীর ১টি সহ মোট ১০টি বিদ্যালয়ের ১ হাজার ১৫৫জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৩ জন ছাত্র ও ৬২২ জন ছাত্রী।
বিজ্ঞান শাখার ২৪৭, মানবিকে ৬৯৯ এবং ব্যবসায় শিক্ষায় ২০৯ জনের মধ্যে দামপাড়া কেএমইউ উচ্চ বিদ্যালয়ের এমডি তোফাজ্জল, লিজা আক্তার শান্তা ও জারইতলা উচ্চ বিদ্যালয়ের শিরিন আক্তার অনুপস্থিত ছিলো।
দামপাড়া কেএমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমার বিদ্যালয়ের ১ ছাত্র, ১ ছাত্রী অনুপস্থিত। কারণ অজ্ঞাত।
জারইতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বাদল জানান, আমার বিদ্যালয়ের শিরিন আক্তার অনুপস্থিত। অনুপস্থিতির কারণ বাল্য বিয়ে হলেই সাধারণত আমাদেরকে অভিভাবকরা অবগত করেন না। তাই কারণ জানা নেই।