কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের সামাজিক সংগঠন আশ্রয়-এর কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ৪০ জন অসহায়, হতদরিদ্র, গরীবদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়নের ২টি ওয়ার্ডে এই কম্বল বিতরণের মাধ্যমে আচমিতা ইউনিয়নের শেষ ধাপের কম্বল বিতরণ সম্পন্ন হলো।
মোঃ মুর্শিদ মিয়ার সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম মাস্টার। এসময় আশ্রয় সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।