আমাদের নিকলী ডেস্ক ।।
ম্যাচের মেয়াদ দুইদিন। তাতে একারই রান ১০৪৫! এমন কাণ্ডই ঘটেছে মুম্বাইয়ের অনূর্ধ্ব-১৪ নাবী মুম্বাই শিল্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্টে। ব্যাটসম্যানটির নাম তানিস্ক গাভাতে। বয়স মাত্র ১৩!
সোমবার ও মঙ্গলবার ব্যাট করে ৬৭টি ছক্কা ও ১৪৯ চারের সাহায্যে হাজার রান করতে তানিস্ক বল খেলেছে ৫১৫টি। তার বেশিরভাগ বাউন্ডারিই হয়েছে অফসাইডে। কারণ অফসাইডের বাউন্ডারির দূরত্ব মাত্র ৫০ গজ, যেখানে লেগসাইডের বাউন্ডারির দূরত্ব ৬০-৬৫ গজ।
মজার বিষয়, তানিস্কের প্রতিপক্ষ দল ছিল তার স্কুল যশবন্ত্র চভন ইংলিশ মিডিয়াম স্কুল। আর তানিস্ক খেলেছে নিজের কোচের দল যশবন্ত্র ক্রিকেট অ্যাকাডেমির হয়ে। মাঠও ছিল সেই অ্যাকাডেমির।
এমন দানবীয় ইনিংসে তানিস্ক ভেঙ্গেছে কয়েক বছর আগে করা প্রণব ধনভারের ১০০৯ রানের রেকর্ড। তবে এমন কীর্তির পরও মন খারাপ হতে পারে তার। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্বীকৃত টুর্নামেন্ট নয় মুম্বাই শিল্ড স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। তাতে বিশ্ব রেকর্ডও গড়া হচ্ছে না তানিস্কের।
সূত্র : এক ম্যাচে একজনেরই রান ১০৪৫! [চ্যানেল আই, ৩১ জানুয়ারি ২০১৮]