খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
দেশের ২১তম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ ২য় মেয়াদে দলীয় মনোনয়ন পাওয়ায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নিকলী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
নিকলী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে সংগঠনটির উপজেলা কার্যালয়ে সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা, দোয়া ও নিজেদের মধ্যে মিষ্টি মুখ করেন।
বক্তব্য রাখেন রাখেন দলটির উপজেলা সভাপতি ইসহাক ভূইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন বাতেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী রৌশন আক্তার প্রমুখ।
বক্তাগণ আওয়ামীলীগ মনোনীত বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২১তম রাষ্ট্রপতি উল্লেখ করেন। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে ঘিরে বিএনপি সমর্থকদের হট্টগোল ঠেকাতে সকল প্রকার প্রস্তুতি নিয়ে ওই দিন দলীয় কার্যালয়ে উপস্থিত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন। সন্দেহভাজন ব্যক্তিদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিনিয়ে দিতেও বলা হয়।
শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।