মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার মহাস্থানে রূপালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কয়েক কোটি টাকার গড়মিলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার উধাও।
জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে রূপালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার সোনাতলা উপজেলার আগনের টাইর গ্রামের মনতেজার রহমানের ছেলে জোবায়েনুর রহমান স্বরন রোববার ব্যাংকে এলে সকাল এগারোটা ৪০ মিনিটে ব্যাংকের পাশে চা পান করার কথা বলে আর নিজ অফিসে ফিরেননি। তাকে অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি।
একাধিকবার তার ব্যবহৃত ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে রোববার রাতে ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মণ্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সোমবার (৫ ফেব্রুয়ারি) ব্যাংকে আমানত জমাকারী গ্রাহকেরা তাদের হিসাব দেখার চেষ্টা করে এবং অনেকেই জানতে পারেন তাদের হিসাবে গড়মিল রয়েছে। কারো একাউন্টেই জমার সমপরিমাণ টাকা জমা নেই। এতে করে প্রায় কয়েক কোটি টাকার গড়মিল পরিলক্ষিত হয়।
বিষয়টি ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পেরে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণ হলেন এম এম জি তোফায়েল, সুলতান মাহমুদ, শাহীন মাহমুদ ও চিরঞ্জিত চক্রবর্তী। তাদের সাথে কথা বললে তারা জানান, প্রতিটি হিসাব যাচাই করা হচ্ছে। কোন গ্রাহকের কত টাকা হিসাবে ঘাটতি রয়েছে তা যাচাইয়ের মাধ্যমে জানা যাবে।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মণ্ডলের সাথে কথা বললে তিনি জানান, বিভিন্ন হিসাবে কিছু গড়মিল পরিলক্ষিত হচ্ছে। রাজশাহী ডিভিশনাল অফিস থেকে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।
ব্যাংকের গ্রাহক মহাস্থান এলাকার মেসার্স মুক্তি ফল ও বীজ ভাণ্ডারের প্রোপ্রাইটর রহেদুল ইসলাম জানান, আমার ব্যাংক হিসাবে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকার সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। আমার মতো অনেক ব্যবসায়ী ও আমানতকারীর অবস্থা একই রকম।
এ দিকে মহাস্থান মাজার কমিটির একটি সূত্র থেকে জানা যায়, মাজার একাউন্টের প্রায় ৮৩ লাখ টাকা গড়মিল রয়েছে।