আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় সংসদে এবং স্থানীয় সরকারে মুক্তিযোদ্ধাদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত কোটা চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আরিফুর রহমান বুধবার (৭ ফেব্রুয়ারি) এই রিট করেন।
তিনি রিটের যুক্তি হিসেবে জানান, আমাদের সংসদে এবং স্থানীয় সরকারে সংরক্ষিত নারী কোটা আছে। কিন্তু যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি। সেই মুক্তিযোদ্ধাদের জন্য কোনো সংরক্ষিত কোটা নেই। তাই আমি এই রিট করেছি।
আগামী রোববার এই রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান আইনজীবী মো. আরিফুর রহমান।
সূত্র : সংসদে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কোটা চেয়ে রিট [চ্যানেল আই, ৭ ফেব্রুয়ারি ২০১৮]