আমাদের নিকলী ডেস্ক ।।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের আওতায় আসবে।
তিনি বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর এ্যালিফ্যান্ট রোডে মাল্টিপ্লাস প্লাজায় কম্পিউটার সিটি সেন্টারে তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাসস
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ফলে বাংলাদেশ তথ্যযোগাযোগ প্রযুক্তি খাতে নেতৃত্বের জায়গায় পৌছেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশী সফটওয়্যার আয়ারল্যান্ড পুলিশ বিভাগসহ বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে। এদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা দেশে বসেই জাপানের এক হাজার ফ্ল্যাটবাড়ির নিরাপত্তা দিচ্ছেন।
মোস্তফা জব্বার বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারিতেই নেপাল ও নাইজেরিয়ায় কম্পিউটার রফতানি করতে যাচ্ছে। দেশব্যাপী ইন্টারনেট সুপার হাইওয়ে তৈরি করার আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়, মার্কেটসহ জনবহুল স্থানে ওয়াইফাই নিশ্চিত করা হবে।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোস্তফা মহসীন মন্টু, এফবিসিসিআই’র সভাপতি মো: শফিউল ইসলাম (মহিউদ্দিন), বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক এবং ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৮’র আহ্বায়ক তৌফিক এহেসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মোস্তাফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। আমরা কম্পিউটার আমদানিকারক দেশ থেকে এখন রফতানিকারক দেশে পরিণত হয়েছি।’
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি থেকে বাংলাদেশ আটশ’ মিলিয়ন ডলার আয় করছে। দেশে এখন প্রায় সাড়ে আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ব্রডব্যান্ডের মূল্য প্রতি জিবিপিএস সাতাইশ হাজার টাকা থেকে কমিয়ে তিনশ’ টাকায় নির্ধারণ করা হয়েছে। ইন্টারনেট এখন নতুন প্রজন্মের শক্তি ।
মন্ত্রী বলেন, ইন্টারনেট সম্প্রসারণের পাশাপাশি ইন্টারনেট নিরাপত্তা নিয়েও আমরা কাজ করছি। ‘নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতেও আমরা সক্ষম হবো। দেশে ফেইসবুক ব্যবস্থাপনার নিজস্ব কোনো প্রযুক্তি নেই। আমরা এ বছরের মাঝামাঝি তা অর্জন করতেও সক্ষম হবো।’
পরে মন্ত্রী ডিজিটাল আইসিটি মেলার উদ্বোধন করেন এবং মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।