আমাদের নিকলী ডেস্ক ।।
নিকলীর গুরুইয়ে শওকত (৩০) নামে এক দুবাই প্রবাসী তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও সমন্ধির বউকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গুরুই পশ্চিমপাড়া বড়বাংলা গ্রামে স্ত্রী আয়েশাকে (২২) গলা কেটে হত্যার পর লাশ ঘরে তালা দিয়ে রাখে। পরে পাশের গুরুই পূর্বপাড়া গ্রামে স্ত্রীর বড়ভাই মোস্তফার বাড়িতে গিয়ে অতর্কিতে মোস্তফার স্ত্রী সালমা আক্তারকেও (৩০) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
ঘটনার পর এলাকাবাসী ঘাতক শওকতকে আটকের পর গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে। শওকত গুরুই পশ্চিমপাড়া বড়বাংলা গ্রামের হাজী ইছব আলীর ছেলে।
সূত্র : অন্ত:স্বত্ত্বা স্ত্রী ও সমন্ধির বউকে জবাই করে হত্যা দুবাই প্রবাসী যুবকের [কিশোরগঞ্জ নিউজ, ১০ ফেব্রুয়ারি ২০১৮]