গুরইয়ে জোড়া খুন, ঘাতক প্রবাসী স্বামী আটক

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে আজ (শনিবার ১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্ত্রী আয়শা আক্তার (২২) ও সম্বন্ধির স্ত্রী ছালমা আক্তারকে (৩০) গলা কেটে খুন করেছে এক ঘাতক। ঘাতক স্বামী শওকত আলীকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

জানা যায়, নিকলী উপজেলার গুরই পশ্চিমপাড়ার বাংলা বাড়ি গ্রামের হাজি ইছব আলীর দুবাই ফেরত ছেলে শওকত আলী পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরে স্ত্রী আয়শা আক্তারকে গলা কেটে হত্যা করে। স্ত্রীর লাশ ঘরে তালাবদ্ধ করে পার্শ্ববর্তী গুরই পূর্বপাড়া গ্রামের শশুরালয়ে যায়। শওকতকে দেখে সম্বন্ধি মস্তুফা মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী ছালমা আক্তার এগিয়ে আসেন।

অপ্রকৃতিস্থের কারণ জানতে চাইতেই কাপড়ে লুকানো ছোরাটি বের করে তাকেও গলা কেটে হত্যা করে শওকত। শশুরালয়ের সেমিপাকা মূল ঘরের দিকে এগিয়ে গেলে স্থানীয় লোকজন শওকতকে আটক করে নিকলী থানা পুলিশে খবর দেয়। নিকলী থানার ওসি মো. নাসির উদ্দিন ভূইয়া সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শওকতকে আটক করে।

এলাকাবাসী জানায়, ঘাতক শওকত আলী ডাকাত পরিবারের সন্তান এবং পারিবারিকভাবে খুন-খারাবির সাথে সম্পৃক্ত। এসব কারণে তাদের মূল বসতি একই ইউনিয়নের দৌলতপুর গ্রামে থাকলেও বেশ কয়েক বছর আগে শওকতের বাবা বড় বাংলা গ্রামের শশুরবাড়িতে সপরিবারে বসবাস করছিলেন। ঘাতক শওকত আলী দুবাই প্রবাসি। মাস দেড়েক আগে সে ছুটিতে বাড়ি আসে।

ঘটনার পরপরই বাজিতপুর সার্কেল মো. কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলমান বলে জানা যায়।

ঘাতক স্বামী শওকত আলী

Similar Posts

error: Content is protected !!