সংবাদদাতা ।।
বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করার লক্ষে নিকলী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার ২৭ জুলাই একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের নেতৃত্বে নিকলী জি,সি পাইলট স্কুল মাঠ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে। র্যালীতে অংশগ্রহণ করেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজ, জিসি পাইলট, শহিদ স্মরণিকা বালিকা বিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শিক্ষকবৃদ্ব। র্যালীর সার্বিক সহযোগিতা করেন বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাক ও স্থানীয় সরকার শক্তিশালীকরণ সংস্থা হাঙ্গর প্রজেক্ট। পরে নিকলী ইউনিয়ন পরিষদ ও বেসরকারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।