শ্বেতী রোগ কি ছোঁয়াচে?

আমাদের নিকলী ডেস্ক ।।

শ্বেতী একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। অনেকে ভাবেন শ্বেতী ছোঁয়াচে। তবে ধারণাটি কি সঠিক? এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৪তম পর্বে কথা বলেছেন ডা. রাশেদ মোহাম্মদ খান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : শ্বেতী রোগ কি ছোঁয়াচে?
উত্তর : শ্বেতী রোগে ম্যালানোসাইট কোষগুলো ধ্বংস হয়ে যায়। ভেতর থেকে একটি প্রক্রিয়ায় এ জায়গাগুলো ধ্বংস হয়ে যায়। এই জায়গাটায় সে রং ছড়াতে পারে না। সমস্যাটা আসলে এখানেই শেষ। সারা দিন ধরে রাখলেও এটি ছড়াবে না। তবে যেখানে শ্বেতী হচ্ছে, সেখানে বেশি রোদ পড়লে ত্বকের ক্যানসার হতে পারে। এটি কেবল দেখতে খারাপ লাগে। তবে কোনোভাবে ছোঁয়াচে নয়। কুষ্ঠ নয়। এটি সম্পর্কে লোকজনের অনেক রকম ভুল ধারণা রয়েছে। তবে খুব কম লোকের ক্ষেত্রে পারিবারিকভাবে হতে পারে। তবে এটি সেই অর্থে রোগ বা প্যাথলজি নয়।

সূত্র : শ্বেতী রোগ কি ছোঁয়াচে?  [এনটিভি অনলাইন, ৯ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!