টিভিতে সরাসরি বিচার দেখাবে ভারতীয় সুপ্রিম কোর্ট

আমাদের নিকলী ডেস্ক ।।

ভারতে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে একটি বেঞ্চ এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালের সহযোগিতা চান।

সাবেক অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিংহ এক আবেদনে বলেন, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার শুনানি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হোক।

তিনি বলেন, এই বিষয়ে একটি নির্দেশনা তৈরি করা হোক। কোন কোন মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা সম্ভব তা নির্ধারণ করা হোক। এতে সুপ্রিম কোর্টের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আরো বাড়বে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে যে মামলাগুলোর রায় সরাসরি প্রভাব ফেলে, আদালত কেন সেগুলোর রায় এমন দিলো- তা জানতে চাওয়ার অধিকার থাকা উচিত তাদের।

দেশটির জ্যেষ্ঠ আইনজীবীদের একটি অংশ সাবেক অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই আবেদনকে সমর্থন করছেন। আবেদনটির শুনানিতে দীপক মিশ্র বলেন, সব মামলার সরাসরি সম্প্রচারিত না হওয়াই ভালো। কিন্তু সাংবিধানিক বেঞ্চে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার সরাসরি সম্প্রচার প্রয়োজন।

সূত্র : টেলিভিশনে সরাসরি দেখানো হবে সুপ্রিম কোর্টের বিচার  [আরটিভি অনলাইন, ১০ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!