নিজস্ব প্রতিনিধি ।।
মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রোববার বিকালে নিকলী সদরের কূর্শায় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় পুড্ডা বাজারের রড-সিমেন্ট-টিন ব্যবসায়ী আবুল কাশেম নিকলী যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। কাশেম এবং অপর এক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে নিকলী সদরের কূর্শা বড় কবরস্থান এলাকা পার হওয়ার সময় টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কাশেম ও অপর ব্যবসায়ী আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের নিকলী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কাশেমের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আবুল কাশেমের কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো। তার সর্বশেষ অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।