নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন গৃহবধু শিউলি

সংবাদদাতা ।।
নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী শিউলী আক্তার। নিহত শিউলি আক্তারের (২৭) স্বামীর বাড়ী নিকলী উপজেলার দামপাড়া গ্রামে| স্বামীর নাম মাঈন উদ্দীন| তারা কর্মসূত্রে ভৈরব উপজেলায় পৌরসভার অন্তর্গত পন্চবটি গ্রামের কামাল মিয়ার বাসায় ভাড়া থাকে| স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, ২৫ শে জুলাই শনিবার রাতে স্বামী স্ত্রীর কলহের জের ধরে শিউলী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়| রহস্যজনক কারণে তার স্বামী মাঈন উদ্দীন তাকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বাসায় রেখে গোপনে চিকিৎসা দিতে থাকে| এতে শিউলীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| পর দিন রবিবার সন্ধায় তাকে ভৈরব উপজেলা হাসপাতালে নেওয়া হয়| সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়| গুরুতর আশংকাজনক অবস্থায় ঢাকা নেওয়া হলে পথেই শিউলির মৃত্যু হয়| এলাকাবাসী ধারণা করছে, সম্ভবত পরকীয়াজনিত কারনে এ ঘটনা ঘটতে পারে| ভৈরব থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে|

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!