জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির স্মারকলিপি প্রদান

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

সারাদেশের ন্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির পক্ষ হতে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউজে পরিবার পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী ও কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমানের মাধ্যমে মহাপরিচালক বরাবর এই স্মারকলিপি প্রদান করে।

পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগবিধির কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, মাঠ পর্যায়ের কর্মচারীদের কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন, পরিবার কল্যাণ সহকারীদের (এফডব্লিওএ) টেকনিক্যাল পদমর্যাদা, অসহনীয় ও অমানবিক বেতন বৈষম্য দূরীকরণ, সিলেকশনে গ্রেড জটিলতা নিরসনসহ মোট ৬টি দাবি বাস্তবায়নের জন্য এই স্মারকলিপি প্রদান করে। এ দাবি চলতি মাসের মধ্যে বাস্তবায়ন না হলে আগামী ১ মার্চ মাস থেকে কঠোর আন্দোলনের দিকে যাবেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এসময় অতিরিক্ত সচিব ও পরিচালক (অর্থ) সামনে জেলার নেতৃবৃন্দ দ্রুত বাস্তবায়নযোগ্য (ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটি সভার বরাদ্দ বৃদ্ধি, স্যাটেলাইট কমিটি সভার ভাতা প্রদান ও উঠান বৈঠকের ভাতা প্রদান) ৩টি দাবি উত্থাপন করেন। পরিচালক তাৎক্ষণিক ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটি সভার বরাদ্দ ৫০০ টাকা এবং স্যাটেলাইট কমিটি সভার ভাতা প্রদানের দু’টি দাবি বিষয়ে সম্মতি প্রদান করেন। উল্লেখ্য, সারাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ২৮০০০ (আটাশ হাজার) মাঠ কর্মচারী রয়েছেন।

এসময় কেন্দ্রীয় নেত্রী আয়েশা আক্তার, কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি অনুক শর্মা, সাধারণ সম্পাদক আফজল হোসেন, জেলার সকল নেতা ও ১৩ উপজেলার সকল সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। প্রথমেই পরিচালককে কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

Similar Posts

error: Content is protected !!