নিজস্ব প্রতিনিধি ।।
মাদক-দুর্নীতি দূর করা, সর্বোপরি সমাজের সকল প্রকার কল্যাণমূলক আদর্শ ও উদ্দেশ্য সামনে রেখে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে কারপাশা যুব কল্যাণ সংঘ তাদের কার্যক্রম শুরু করেছে ১৫ ফেব্রুয়ারি ২০১৮। এদিন কারপাশা তালাবপাড়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অফিসের উদ্বোধন করা হয়।
এ সময় কারপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, সমাজসেবক রুহুল কুদ্দুস ভূঞা জনি উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন। রুহুল কুদ্দুস ভূঞা জনি সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সদস্যদের সাথে সার্বক্ষণিক সহযোগিতার হাত রেখে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, সংগঠন পরিচালনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরিচালনার বিষয়টির সাথেও প্রয়োজনে যুক্ত থাকবো। এলাকার কল্যাণ এবং মাদক ও দুর্নীতি দূরীকরণে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলতে সচেষ্ট হবো।
এই মুহূর্তেই সংগঠনটির কোনো সাংগঠনিক কাঠামো গঠন করা হয়নি। তবে কার্যক্রম সুষ্ঠু পরিচালনার দায়িত্বে নবাব মিয়া ও হাশেম মিয়া নিয়োজিত আছেন।