সিংপুরে গোয়ালঘরে আগুন, গরুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে হাসিম মিয়ার গোয়ালঘরে আগুন লেগে ১টি গরুর মৃত্যুসহ আরো ৩টি গরু মারাত্মক দগ্ধ হয়েছে।

গত রাতে (১৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে) নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মো. আব্দুল হাসিম মিয়ার গোয়ালঘরে আগুনে তার ৪টি গরু মারাত্মক দগ্ধ হয়। এ থেকে একটি গাভীর অবস্থা বেশি খারাপ হয়ে যায়। পরবর্তীতে এটি মারা যায়। বাকি ৩টি গরুর অবস্থাও আশঙ্কাজনক।

ধারণা করা হচ্ছে, মশা-মাছি তাড়ানোর জন্য গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত। রাত ৩টার দিকে বাড়ির এক সদস্য প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে তার ডাক-চিৎকারে প্রতিবেশিরা জড়ো হয়। সবার সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা গরুর খাদ্যসহ সব মালামালও পুড়ে ছাই।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেঁচে যাওয়া গরুগুলোর যে অবস্থা তাতে টিকবে কিনা সন্দেহ। টিকলেও এগুলো আর কোনো কাজে আসবে বলে মনে হয় না। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ দেড় থেকে দুই লাখ হবে বলে ধারণা করা হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!