নিজস্ব প্রতিবেদক ।।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মরকলিপিটি প্রদান করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, যতোদিন পর্যন্ত তাকে মুক্তি দেয়া না হবে ততোদিন পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।
তিনি আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে গেছেন। সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি। তাকে মুক্তি না দেয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রচুর নেতাকর্মী উপস্থিত থাকলেও বিএনপির সাতজন নেতাকে কার্যালয়ে প্রবেশ করার অনুমতি দেয় পুলিশ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ভাষানী।