৪ মাস আগেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

আমাদের নিকলী ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আরো ৪ মাস। এরই মধ্যে তা ঘিরে চারদিকে উঠেছে আলোচনার ঝড়। রাজপথ থেকে ফুটপাত, অফিস-আদালত থেকে চায়ের স্টল, এমনকি গ্রামের অলি-গলিতেও ২০১৮ বিশ্বকাপ নিয়ে আলোচনায় মাতছেন ফুটবলপ্রেমীরা।

এবারের ৩২ দলের মধ্যে সবার আগে যে দলটি মূলপর্ব নিশ্চিত করেছিল সে দলটি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় চার মাস বাকি। অথচ এখনই বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ জানিয়ে দিলেন ব্রাজিল ফুটবল দলের কোচ তিতে।

এক সাক্ষাৎকারে তিতে তার স্কোয়াড তুলে ধরেন। তিতের মাঠের ফরম্যাশন থাকবে ৪-৩-৩। যেখানে রয়েছেন অ্যালিসন, মার্সেলো, মিরান্ডা, মার্কুইনহোস, দানি আলভেজ, পাওলিনহো, রেনাতো আগুস্তো, কাসেমিরো, নেইমার, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।

কোচের আক্রমণভাগে পছন্দ নেইমার, কুতিনহো ও জেসুস। তবে লিভারপুলের রবার্টো ফিরমিনহো ও প্যারিস সেন্ট জার্মেইর থিয়াগো সিলভা একাদশে সুযোগ না পেলেও ১৫ জনের স্কোয়াডে থাকবেন।

যেখানে ব্রাজিল গ্রুপ ‘ই’তে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে। ১৫ জনের স্কোয়াডে অন্য দু’জন হলেন, ম্যানচেস্টার সিটির ফার্নান্দিনহো ও চেলসির উইলিয়ান।

ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যেই এবার বিশ্বকাপে লড়বে ব্রাজিল। টুর্নামেন্টে অংশ নিবে ৩২টি দল। প্রথমে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্ব। মোট গ্রুপ করা হয়েছে আটটি। ব্রাজিল রয়েছে গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে অন্য তিনটি দল হলো সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল।

সূত্র : ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা  [আরটিভি অনলাইন, ১৭ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!