যে ভয়াবহ রোগগুলো আসছে ২০১৮ সালে

কে এন দেয়া ।।

২০১৮ সালে সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে এমন ১০টি রোগ-জীবাণুর নাম উল্লেখ করে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই তালিকাকে ‘ব্লুপ্রিন্ট প্রায়োরিটি ডিজিজেজ’ বলা হয়ে থাকে।

গত ৬-৭ ফেব্রুয়ারি ডব্লিউএইচও’র ওয়েবসাইটে এই ব্লুপ্রিন্ট প্রায়োরিটি ডিজিজ তালিকা প্রকাশিত হয়। ২০১৫ সাল থেকে প্রতিবছর ডব্লিউএইচও এমন একটি তালিকা প্রকাশ করে আসছে। তালিকায় থাকা এসব রোগজীবাণু সাধারণত খুব সহজে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। সবচাইতে ভয়ংকর ব্যাপার হলো, এই তালিকার জীবাণুগুলোকে ঠেকানোর ক্ষমতা হয় মানবজাতির নেই, অথবা সেই ক্ষমতা খুবই কম।

যদিও ওই প্রতিবেদনের লেখকরা বলেছেন, ওই তালিকাতে সব রোগ উল্লেখ করা হয়েছে এমনটা নয়। এই তালিকার বাইরে থাকা অন্য কোন রোগও মহামারীর আকার ধারণ করতে পারে।

এই বছর তালিকায় থাকা রোগগুলো হলো-
১) ক্রিমিয়ান কঙ্গো হেমোরেজিক ফিভার (সিসিএইচএফ)
২) ইবোলা
৩) মারবার্গ ভাইরাস
৪) লাসা জ্বর
৫) মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস (মার্স-সিওভি)
৬) সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স)
৭) নিপাহ এবং হেনিপাভাইরাল রোহ
৮) রিফট ভ্যালি ফিভার (আরভিএফ)
৯) জিকা
১০) ডিজিজ এক্স

ডিজিজ এক্স শুনে অপরিচিত মনে হতে পারে। এটি কোন রোগের নামও নয়। তালিকায় থাকা এই নামের ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে, ডিজিজ এক্স হলো এমন কোনও রোগ যা মানবজাতির কাছে এখনো অজানা, কিন্তু তা আন্তর্জাতিকভাবে মহামারীর রূপ নিতে পারে।

এই দশটি রোগ ছাড়া আরও কিছু রোগ তালিকায় রাখার পরিকল্পনা করেছিল সংস্থাটি। এর মধ্যে আছে মাংকিপক্স, লেপ্টোস্পাইরোসিস, চিকুনগুনিয়া, ওয়েস্ট নাইল ভাইরাস, প্লেগ এবং সিভিয়ার ফিভার উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (এসএফটিএস)।

প্রতিবেদনে বলা হয়, তালিকার এই রোগগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এদের ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন। বিশেষ করে নিউমোনিক প্লেগ রোগ শনাক্তকরণ এবং এর টিকার ব্যবস্থা করা নিয়ে তারা জোর দেন। এই রোগটি গত বছরের শেষের দিকে মাদাগাস্কারে ভয়াবহ মহামারীতে পরিণত হয়েছিল।

এ ছাড়া এই প্রতিবেদনে, অন্য প্রাণী থেকে মানুষে রোগ ছড়ানোর ব্যাপারে আশঙ্কা ব্যক্ত করা হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ব্যাপারেও হুঁশিয়ারি দেওয়া হয়।

২০১৫ সালের ডিসেম্বরে ডব্লিউএইচও এই ধরনের তালিকা প্রথম প্রকাশ করে। সেই তালিকায় আটটি রোগের কথা বলা হয়েছিল। সেই আটটি রোগ এই নতুন তালিকাতেও অন্তর্ভুক্ত। জিকা রোগটি গত বছরে ছড়ানোর পর এই তালিকায় এসেছে। আর ডিজিজ এক্সের ধারণাটিও নতুন করে এনেছেন তারা।

সূত্র : ২০১৮ সালে আসছে যেসব ভয়াবহ রোগ  [প্রিয় ডটকম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮]

Similar Posts

error: Content is protected !!