কিশোরগঞ্জ জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি ।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হন। পরে বিএনপি নেতারা জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাসের কাছে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তৃতা করেন। নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সাবেক এমপি কবীর উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি আলী মোহাম্মদ, আমিরুজ্জামান, সালেহুজ্জামান খান রুনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল মো. গাউস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক ও নাজমুল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “জাল নথির ওপর ভিত্তি করে সাজানো মামলায় প্রতিহিংসামূলক বিচারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দী করা হয়েছে। বানোয়াট মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”

Similar Posts

error: Content is protected !!