দামপাড়া-সিংপুর ইউনিয়নে রুহুল কুদ্দুস ভূঞার গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী উপজেলার উদীয়মান রাজনীতিক ও সমাজসেবক রুহুল কুদ্দুস ভূঞা জনি রোববার (১৮ ফেব্রুয়ারি) দামপাড়া ও সিংপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

এদিনের গণসংযোগে তিনি দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়া বাজার, বৌ বাজার, আছানপুর বাজার এবং সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া বাজার, ডুবি বাজার, সিংপুর বাজারসহ আরো কিছু এলাকায় ঘুরে বেড়ান। এ সময় রুহুল কুদ্দুস ভূঞা জনি সাধারণ মানুষের কাছ থেকে সুখ-দুঃখের কথা শোনেন।

আলিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও অর্থায়নে একটি নতুন বাজার হচ্ছে। নির্মিতব্য বাজারে সুপেয় পানি পানের সুবিধার্থে স্থানীয় জনগণ সাবেক উপজেলা চেয়ার‌ম্যান তাদের প্রিয় ইসহাক ভূঞার সুযোগ্য সন্তানের কাছে একটি টিউবওয়েল দাবি করেন। গণসংযোগকালে রুহুল কুদ্দুস ভূঞা দাবি মোতাবেক তা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ তিনি উত্তর দামপাড়া সুন্দরবন এলাকায় যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিলে যোগদান করেন। সাধারণ মানুষ তার এই জনসংযোগে বেশ আনন্দিত। কেউ কেউ মন্তব্য করেন, তোমার বাবা এক সময় আমাদের এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। তার ভালোবাসা ভুলার নয়। তোমার কাছেও আমাদের দাবি- বাবার মতো আমাদের পাশে যেন সব সময় পাই।

Similar Posts

error: Content is protected !!