আমাদের নিকলী ডেস্ক ।।
কমিউনিটি বেইজড হেলথ কেয়ারে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে ১১৫৬ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, সংখ্যা কমবেশি হতে পারে।
যোগ্যতা : পদটিতে আবেদনের জন্য কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় বিশেষত এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ১২ মার্চ ২০১৮ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং শূন্য পদের বিপরীতে ইউনিয়নস্থ সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড অথবা একই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সিটি করপোরেশন বা পৌর এলাকার বাসিন্দাদের আবেদনের প্রয়োজন নেই।
বেতন : কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে নিয়োগপ্রাপ্তদের বেতন গ্রেড-১৪ অনুযায়ী দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া : আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত ১৪ ফেব্রুয়ারি ২০১৮ থেকে। প্রার্থীদের communityclinic.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে এবং বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইন বাদে সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদন করতে হবে ১২ মার্চ ২০১৮ সালের মধ্যে।
চাকরির বিজ্ঞপ্তি বিস্তারিত দেখুন
সূত্র : স্বাস্থ্য অধিদপ্তরে ১১৫৬ জন নিয়োগ [আরটিভি অনলাইন, ১৭ ফেব্রুয়ারি ২০১৮]