নিকলীতে ব্যক্তি উদ্যোগে শহিদ মিনার

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

নিকলীতে ব্যক্তি উদ্যোগে শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। পূর্ব বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক হোসেনের এই উদ্যোগ সাড়া ফেলেছে সর্ব মহলে।

জানা যায়, নিকলী উপজেলার সরকারি ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের একটিতেও শহিদ মিনার না থাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ সম্মানে পালন সম্ভব হয় না। ঐতিহাসিক ও মহান দিন বিষয়ে শিক্ষার্থীরা হাতে-কলমে পাঠ গ্রহণে পিছিয়ে থাকছে। এই সমস্যা নিরসনে উপজেলার পূর্ব বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক হোসেন নিজ অর্থায়নে তার বিদ্যালয় আঙিনায় একটি শহিদ মিনার নির্মাণ করেছেন। ২১ ফেব্রুয়ারি এটির উদ্বোধন।

উদ্যোগি প্রধান শিক্ষক সাদেক হোসেন জানান, বেদিটি নির্মাণে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। এই সামান্য টাকায় যে এত মহান একটা কাজ করা যায় সকলের সাধুবাদে বুঝতে পারলাম। আমাদের বিদ্যালয়সহ বড়কান্দা, নোয়াপাড়া সরকারি প্রাথমিক ও একটি কিন্ডার গার্টেন বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী এবং স্থানীয় ব্যক্তিদের শহিদ বেদিটি একটি ঠিকানা দেবে। শিক্ষার্থীরা নির্মাণ শুরু থেকে খুবই আগ্রহী হওয়ায় সার্থকতা দেখতে পাচ্ছি।

নিকলী উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইসলাম উদ্দিন জানান, প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো বাজেট না থাকায় শহিদ মিনারও নাই। গত ডিসেম্বরে শিক্ষকদের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে শহিদ মিনার নির্মাণে আমরা প্রণোদনা সৃষ্টি করি। সাদেক হোসেন এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

Similar Posts

error: Content is protected !!