নিকলীতে ২১শে ফেব্রুয়ারি উদযাপন

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

একুশের প্রথম প্রহর রাত বারটা এক মিনিটে নিকলী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন নিকলী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদযাপন শুরু হয়।

পর্যায়ক্রমে নিকলী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও ফোরাম, বিএনপি সভাপতি বদরুল মোমেন মিঠুর শ্রদ্ধাঞ্জলি অর্পণে শেষ হয় মধ্যরাতের পর্ব।

ভোর হবার সাথে সাথে নিকলী উপজেলা আওয়ামীলীগ, বেগম রাবেয়া রহমানের নেতৃত্বে উপ‌জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক, রাজনৈতিক সংগঠন থেকে শ্রদ্ধার্পনে অংশ নেন।

সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও ২০শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন, হাতের লেখা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বিকালে স্পন্দন ললিতকলা একাডেমি নামে একটি স্থানীয় সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

Similar Posts

error: Content is protected !!