মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের সাইদুলের স্ত্রী ববিতা বেগমের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ববিতা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টায় একই এলাকার ফাইনুর, সামিউল, আল মামুন, ফরিদ, রাসেল, বিপুল, লেদো, সিদ্দিক পূর্বশত্রুতার জের ধরে বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে নিয়ে তার বসতবাড়ি ও বাড়ির সাথে ভূসির দোকানে হামলা চালায়। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, হামলার সময় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ লক্ষ টাকা এবং একটি মোটরসাইকেলও ছিনিয়ে নিয়ে গেছে।
অন্যদিকে অভিযুক্তরা জানান, বাদীর অভিযোগ মিথ্যা। বরং বাদী বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এলাকাবাসী প্রতিবাদ করলে তারা প্রতিবাদকারীদের নামে মিথ্যা অভিযোগ এবং তাদের লোকজন প্রতিবাদকারী রাসেল ও মহিদুল নামে দুইজনকে মারপিট করেছে। বর্তমানে এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।