মহাস্থানে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের মতো বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ চত্বরে নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২১শের রাতের ১ম প্রহরের নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।

এর পর ১২টা ১ মিনিটে স্থানীয় সংসদ সদস্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। আরো শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামাজিক সংগঠন, মহাস্থান প্রেস ক্লাব, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী মহলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বুধবার ২১ ফ্রেরুয়ারি সকালে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ শহীদ মিনারে গিয়ে দেখা যায়, হাতে হাতে ফুল নিয়ে জড়ো হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।

বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা স্থানীয়দের ঢল নামে মহাস্থান শহীদ মিনার মাঠে। এরপর সকাল সাড়ে ৮টায় মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ, হাইস্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় মর্নিং সান কেজি স্কুল, ইকরা মডেল এবং মোকবুল হোসেন আদর্শ কেজি স্কুলের যৌথ ব্যানারে শহীদদের স্মরণে একটি বিশাল র‌্যালী বের হয়। র‌্যালিটি মহাস্থান মহাসড়ক প্রদক্ষিণ শেষে আবারো শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেত হয়।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার স্তম্ভে ফুল অর্পণ করেন। এসময় শহিদ মিনারে উপস্থিত বাংলা ভাষা প্রেমীদের মুখে একটাই ধ্বনি ছিলো, যারা মায়ের ভাষাকে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছে, আমরা তাদের ভুলবো না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য শহীদ মিনারে আসেন তারা।

Similar Posts

error: Content is protected !!