জারইতলায় হাইজিন ক্যাম্পেইন ও হাত ধোয়ার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী উপজেলার জারইতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ২২ ফেব্রুয়ারি ২০১৮ (বৃহস্পতিবার) আয়োজিত হয় হাইজিন ক্যাম্পেইন ও হাত ধোয়ার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

এলজিএসপি-৩ এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম মানিক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন বাতেন, এলজিএসপি-৩ এর ডি এফ আঃ রাজ্জাক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বংলাদেশ-এর ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ ইকবাল হোসাইন। অনুষ্ঠানের উদ্দেশ্য ও সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন ওয়াশ কো-অর্ডিনেটর।

ইউপি সচিব এখলাছ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে ১০০ জন দরিদ্র ও আদর্শ মা এবং ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে ঢাকনাযুক্ত ও ট্যাপ লাগানো বালতি দিয়ে তৈরি হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে বিভিন্ন প্রকার পানি ও মলবাহিত রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বিশেষ করে আমাদের ভবিষ্যত প্রজন্ম শিশুদেরকে সুস্থ্য ও মেধাবী করে গড়ে তোলার জন্য সাবান দিয়ে হাতধোয়াসহ সকল কাজে স্বাস্থ্যভ্যাস মেনে চলতে হবে এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার নিশ্চিত করতে হবে।

Similar Posts

error: Content is protected !!