সংবাদদাতা ।।
নিকলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৩ জনের ঘটনার ৭ দিন পর অবশেষে মামলা নিলেন নিকলী থানার ওসি একেএম মাহবুব আলম। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত রেজিয়া আক্তার (৫৪) ইসরাফিল (৫০) রাব্বি (১৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই উপজেলার দামপাড়া ইউনিয়নের সদস্য কামালপুর গ্রামের কমরউদ্দিন কমুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে নিকলী নতুন বাজারের ইকরা ডেকোরেটরের মালিক লোকমান হোসেনের কাছ থেকে চেয়ার, টেবিল, আসবাবপত্র জেনারেটরসহ ১৫০০০/- টাকায় ভাড়া করা হয়। ঘটনার দিন ১৯ জুলাই বিয়ে বাড়িতে আলোকসজ্জার জন্য লোকমান হোসেন-এর টেকনিশিয়ান জেনারেটরের লাইন না দিয়ে ১১০০০ ভোল্টেজের লাইন থেকে অসাধু উপায়ে সংযোগ দেয়। বিকালে বিদ্যুতের তার ছিড়ে একই গ্রামের রেজিয়া আক্তারের টিনের চালের ঘর বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘরে থাকা লোকজন বিদ্যুৎ¯পৃষ্ট হয়। রেজিয়া আক্তারের ছেলে লোকমান বাদী হয়ে ইকরা ডেকোরেটরের মালিক লোকমান হোসেনকে বাদ দিয়ে ভাড়া করে নেয়া কমর উদ্দিন কমু ও তার বৃদ্ধ বাবা ইসরাফিলসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।