শিক্ষা ও সমাজসেবায় সম্মাননা পেলেন রুহুল কুদ্দুস ভূঞা

নিজস্ব প্রতিবেদক ।।

গত ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা হলে সংশপ্তক ও আমরা কুঁড়ি (জাতীয় শিশু-কিশোর সংগঠন) আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা, সাবেক কর কমিশনার এবং আমরা কুঁড়ির উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে ডিভাইন ডিফেন্স কোচিং-এর প্রতিষ্ঠাতা পরিচালক, নিকলীর কৃতি সন্তান এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনিকে শিক্ষা ও সমাজসেবা খাতে অবদানের জন্য তরুণ উদ্যোক্তা হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০১৮ এবং অনেক গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

নিকলীর উদীয়মান রাজনীতিক ও সমাজসেবক এ এম রুহুল কুদ্দুস ভূঞা জনি বলেন, জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি এবং সংশপ্তক কর্তৃক আমাকে সম্মাননা প্রদানের জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এই সম্মাননা দায়িত্ব পালনে আমাকে আরো বেশি উদ্যমী করবে।

Similar Posts

error: Content is protected !!