কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়। শনিবার (৩ মার্চ) সকাল ১০টায় জেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।

মেলায় কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আবু তাহা মোঃ এনামুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা পরিষদ প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান, হোসেনপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, হোসেনপুর স্বনির্ভর ম্যানেজার মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমওসিসি ডাঃ হালিমা আখতার। মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (বিসিএস)।

Similar Posts

error: Content is protected !!