হাটহাজারীতে ফাঁসিতে কিশোরের আত্মহত্যা

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারীতে জামাল উদ্দীন (১৫) নামে এক কিশোর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে আটটার সময় এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ১নং দক্ষিণ পাহাড়তলী সইজ্জা পাড়ার হাফেজের বাড়িতে হাফেজ আবু তাহেরের ছেলে বোনের লেহেঙ্গা পড়ে টয়লেটে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে ঝুলানো থেকে নামানো হয় মৃত দেহ। এরপর মডেল থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মডেল থানার এসআই পরেশ চন্দ্র সিকদার বলেন, সইজ্জা পাড়া নামক এলাকার হাফেজের বাড়িতে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করি। এতে তার শরীরে কোনো দাগ কিংবা চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ফাঁসের দাগ আছে। নিহত জামাল কোরআনে হাফেজ ছিলেন বলেও তিনি জানান।

Similar Posts

error: Content is protected !!