আমাদের নিকলী ডেস্ক ।।
প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের নামে শুরু হতে যাওয়া মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কিশোরগঞ্জে আসছেন। আগামী ২৪ মার্চ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় প্রস্তুতির সমাপনি উপলক্ষে রোববার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান, মরহুম জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের স্পন্সর হিসেবে থাকছে লংকা বাংলা গ্রুপ। টুর্নামেন্টে কিশোরগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে : মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, সদরুল আলম স্মৃতি সংসদ, নগুয়া ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহীদ জাকির স্মৃতি সংসদ, এলাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দ্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা, সূর্য সংঘ, মঈনূল স্মৃতি ক্রিকেট ক্লাব, রথখলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও নবদিগন্ত ক্রিকেট ক্লাব।
টুর্নামেন্টটি পরিচালনায় ইতোমধ্যে ১৩ সদস্যবিশিষ্ট ক্রিকেট উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া টুর্নামেন্ট উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের পিচ তৈরিসহ মাঠ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
সূত্র : কিশোরগঞ্জে আসছেন মাশরাফি বিন মর্তুজা [কিশোরগঞ্জ নিউজ, ৫ মার্চ ২০১৮]