মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের সংঘর্ষে ইটের আঘাতে সোহেল রানা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মার্চ) বিকালে চারটার সময় এ ঘটনা ঘটে। নিহত সোহেল পৌরসভার চন্দ্রপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ফজু তালুকদার বাড়ির সামনে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ইট পাটকেল ছুড়াছুড়ি করে। এ সময় প্রতিপক্ষের ছোড়া ইট গিয়ে পড়ে সোহেল রানার মাথায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এমন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এসআই আলাউদ্দিন বলেন, হাটহাজারী থেকে সোহেল নামের এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় নিয়ে আসলে পথিমধ্যে মৃত্যু হয় বলে জানতে পেরেছি।
হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় গুরুতরভাবে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।