“মিয়ানমারের ঔদ্ধত্য আচরণে কঠোর পদক্ষেপ নিন”

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

মিয়ানমারের অব্যাহত ঔদ্ধেত্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন আমীরে হেফাজত, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। মিয়ানমারের বলদর্পি আচরণের বিষয়ে দেশবাসী ও সরকারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার (৫ মার্চ) বিকেল তিনটায় এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

মিয়ানমার রোহিঙ্গাদের বিতাড়নের সাহস পেয়ে যাওয়া এবং তাদের ফেরত না নেয়ার অপকৌশল হিসেবে এসব শয়তানী কর্মকাণ্ডের অবতারণা করছে বলে মন্তব্য করেন তিনি।

আমীরে হেফাজত বলেন, মিয়ানমার বড্ড বেড়ে যাচ্ছে। সময় থাকতে তাদের উচিত জবাব দেয়া দরকার। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা সীমান্তে সেনা বাড়াচ্ছে এবং বাংকার খনন করছে। বাংলাদেশের সাথে গায়ে পড়ে গণ্ডগোল লাগিয়ে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেন ফেরৎ নিতে না হয় এ ধরনের বিতর্ক ও প্রতিবন্ধকতার পাঁয়তারা চালাচ্ছে তারা। এ ব্যাপারে বাংলাদেশকে সর্তকভাবে পদক্ষেপ নিতে হবে এবং সাহসিকতার পরিচয় দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

তাছাড়াও হাতির ঝিল লেকের “বায়তুল মাহফুয” মসজিদ সরানোর বিষয়ে আমীরে হেফাজত বলেন, মসজিদ আল্লাহর ঘর। এটা সরানোর অধিকার কারো নেই। কারণ কোন জায়গায় একবার শরয়ী মসজিদ নির্মিত হলে সেটা স্থানান্তর করা যায় না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি যে, মসজিদটি পুনরায় নির্মাণ করুন। মসজিদ শোভা বর্ধনের প্রতিবন্ধক নয়। তাছাড়াও বাংলার তের কোটি মুসলমানের ঈমানী চেতনায় আঘাত হানছে বিষয়টি।

সিলেটের জৈন্তাপুরে আটরশী মাযারি কর্তৃক নিরপরাধ মাদরাসা ছাত্র হত্যার বিষয়ে তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং এসব পরিকল্পিত হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার করুন।

Similar Posts

error: Content is protected !!