আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া কুলসুম বেগম (৩৫) নামের এক গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার করগাঁও ভাট্টা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধ গৃহবধূ কুলসুমকে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে করগাঁও ভাট্টা গ্রামের কামাল মিয়ার বসতঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় তার ঘরটি তালাবদ্ধ ছিল। পাশের ঘরে কামালের ভাই সেলিমের স্ত্রী বিশ্রাম নিচ্ছিলেন। আগুনের লেলিহান শিখা দেখে তিনি ঘর থেকে বের চিৎকার শুরু করেন। দু’টি ঘর পাশাপাশি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন সেলিমের ঘরেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কামাল ও সেলিমের দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সূত্র : কটিয়াদীতে অগ্নিকাণ্ডে গৃহবধূ দগ্ধ, দুই বসতঘর ছাই [কিশোরগঞ্জ নিউজ, ৬ মার্চ ২০১৮]