আমাদের নিকলী ডেস্ক ।।
অবশেষে কলকাতার জনপ্রিয় বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করলেন সেখানকার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। তবে এই দুই তারকার বিয়েটা হয়েছে খুব গোপনে।
চ্যানেল আই অনলাইনকে বিয়ের খবর নিশ্চিত করেছে শুভশ্রীর ঘনিষ্ঠ এক বন্ধু। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টা নাগাদ আনন্দপুরে রাজ চক্রবর্তীর অ্যাপার্টমেন্টে ঘরোয়া অনুষ্ঠানে শুভশ্রীকে বিয়ে করেন রাজ চক্রবর্তী।
সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ-শুভশ্রীর একেবারে নিকট বন্ধু-বান্ধব। বিয়ের পরেই শুভশ্রী নিজের ফেসবুক পেজে রাজ ও তার দুইটি ছবি পোস্ট করেছেন। সেখানে দুজনের হাতে জ্বলজ্বলে হিরের আংটি দেখা যায়।
এর আগে রাজ চক্রবর্তী, শুভশ্রী ও আরেক নায়িকা মিমি এই তিনজন নানা সময় মিডিয়ার আলোচনায় এসেছিলেন নিজেদের সম্পর্ক নিয়ে। সেসময় তারা এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন।
তবে, সব গুঞ্জনের অবসান হলো রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বিয়ের মাধ্যমে।
সূত্র : অতঃপর রাজ চক্রবর্তীকেই বিয়ে করলেন শুভশ্রী [চ্যানেল আই অনলাইন, ৬ মার্চ ২০১৮]