কটিয়াদীর শিক্ষক চিত্তরঞ্জণ বণিকের পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শিক্ষক চিত্তরঞ্জণ বণিক (৬৫) বিএসসি পরলোকগমন করেছেন। সদা স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্ত একজন নিভৃতচারী মানুষ ছিলেন তিনি।

উপজেলার একজন অবরপ্রাপ্ত বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক হিসেবে অতি সুপরিচিত ছিলেন তিনি। জীবনের শেষ অবধিও উপজেলা সদরের কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

সম্প্রতি হঠাৎ অসুস্থ্যতা বোধ করলে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে তাঁর মস্তিস্কে একটি অস্ত্রোপচার করা হয়।

গত সোমবার (৫ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও জামাতা রেখে যান। মৃতের শেষকৃত্য কটিয়াদীস্থ মহাশ্মশান ঘাটে অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!