নিজেদের বেতন না বাড়াতে আন্দোলনে ডাক্তাররা!

শেখ নোমান ।।

নিজেদের বেতন না বাড়াতে আন্দোলনে নেমেছে কানাডার কুইবেক প্রদেশের চিকিৎসকরা। গত ২৫ ফেব্রুয়ারি প্রায় ৭০০ চিকিৎসক, মেডিকেল বিশেষজ্ঞ, আবাসিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা নিজেদের বেতন বৃদ্ধির প্রতিবাদে এক পিটিশনে সই করেছে। তাদের বেতন না বাড়িয়ে, সে অর্থ নার্স ও রোগীদের জন্য ব্যয় করার দাবি জানিয়েছে ওই চিকিৎসকরা। খবর নিউজউইকের।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ওই চিকিৎসকদের সংস্থা (এমকিউআরপি) একটি চিঠি প্রকাশ করে, যেখানে ৫০০ মিলিয়ন ডলার বেতন বাড়ানোর সরকারি সিদ্ধান্তকে তারা ‘অশোভন’ বলে আখ্যায়িত করে। গত ১ ফেব্রুয়ারি নার্সদের অবস্থান কর্মসূচিকে সমর্থন জানাতে নতুন চিঠি প্রকাশ করে চিকিৎসকদের এ সংস্থাটি।

চিঠিতে বলা হয়, আমরা কুইবেক চিকিৎসকরা শক্তিশালী জনব্যবস্থায় বিশ্বাস করি। আমরা আমাদের বেতন বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। আমাদের বেতন বৃদ্ধি খুবই বিরক্তিকর, কেননা আমাদের নার্স ও কর্মীরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তা ছাড়া সম্প্রতি চিকিৎসা খাতে ব্যাপক হারে বাজেট কর্তনের ফলে রোগীরা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে আমাদের বাড়তি বেতন কর্তন করা।

এমকিউআরপির ওই চিঠিতে আরও বলা হয়, আমরা এমন পরিস্থিতির সমালোচনা করছি যার দ্বারা কুইবেকের মানুষের জনস্বাস্থ্য হুমকির মুখে পড়তে পারে। সেইসঙ্গে আমরা নার্সদের বেতন বৃদ্ধির দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, স্বাস্থ্য খাতে বাজেট কর্তনের ফলে এই উদ্ভত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কানাডার সরকারি ওয়েবসাইটের তথ্যমতে, কানাডায় প্রয়োজনের ভিত্তিতে সার্বজনীন চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। কানাডিয়ান ইন্সটিটিউট ফর হেলথ ইনফরমেশনের তথ্যমতে, ২০১৬ সালে একজন কানাডিয় চিকিৎসকের বার্ষিক গড় আয় ২ লাখ ৬০ হাজার ৯২৪ মার্কিন ডলার।

বেতন বৃদ্ধির প্রতিবাদে নেমেছে কানাডার চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

সূত্র : নিজেদের বেতন না বাড়াতে আন্দোলনে চিকিৎসকরা! [প্রিয় ডটকম, ৯ মার্চ ২০১৮]

Similar Posts

error: Content is protected !!