নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকাস্থ নিকলী সমিতির যৌথ সভা ৯ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় রাজধানীর তোপখানা রোডের হোটেল বৈশাখীতে অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বসবাসকারী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বাসিন্দাদের এই সংগঠনের এবারের আয়োজনটি ছিল খুবই অর্থবহ।
শুক্রবার (৯ মার্চ) রাজধানীর তোপখানা রোডস্থ হোটেল বৈশাখী রোস্তারায় সন্ধ্যা ৬টায় শুরু হয় ঢাকাস্থ নিকলী সমিতির যৌথ সভা। এতে উপস্থিত ছিলেন নিকলীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও বিভিন্ন কলেজ-বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রবীণ-নবীনের সম্মিলনে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনায় সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি অর্থবহ হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, জেলা জজ নূরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার সোলায়মান এবং সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এ এম শওকতুল হক। ঢাকাস্থ নিকলী সমিতির সভাপতি বাবু সুনীল সাহার অসুস্থতায় এদিন সভায় সভাপতিত্ব করেন এ এম শওকতুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুশতাক আহম্মদ লিটন।
শুরুতেই কুরআন তেলাওয়াত এবং অসুস্থ ও মৃত ব্যক্তিবর্গের জন্য দোয়া পরিচালনা করা হয়। তেলাওয়াত করেন ঢাকাস্থ নিকলী সমিতির আইন বিষয়ক সম্পাদক রেহানে মুস্তাফা। এরপর সকল সদস্যের পরিচিতি পর্ব। সভার আলোচ্য বিষয় ছিলো : নিকলী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী, সাংগঠনিক ও বিবিধ। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, জেলা জজ নূরুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার সোলায়মান, মেহবুব সারওয়ার, জামিউল হক ফয়সাল, রুহুল কুদ্দুস ভূঞা জনি, মেহেদি হাসান হিমেল, রেহানে মুস্তাফা, তোফায়েল আহছান, আখতারুল ইসলাম, মুশফিকুর রহমান তুষার, আতিকুর রহমান লিটন প্রমুখ।
আলোচকবৃন্দ তাদের বক্তৃতায় নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও এ কেন্দ্রিক প্রকাশনা, সদস্য সংগ্রহ, বিস্তারিত তথ্য সংবলিত ডাইরেক্টরি তৈরি, ফান্ড গঠন, পারস্পরিক সহযোগিতা বাড়ানো, নিকলীর সার্বিক উন্নয়নে সবাই সচেষ্ট হওয়ার বিষয়ে আলোকপাত করেন। সবশেষে সভার সভাপতি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।